ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউন: কোয়ারেন্টাইনে ১৫ জন

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত এক গার্মেন্ট কর্মকর্তার যাতায়াত ছিল চট্টগ্রামের আন্দরকিল্লায় অবস্থিত ব্যাংক এশিয়ার শাখায়। এই তথ্য নিশ্চিত হওয়ার পর ব্যাংকের ওই শাখা লকডাউন করা হয়। সেই সঙ্গে ওই শাখায় কর্মরত ১৫ জন কর্মকর্তা-কর্মচারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে পুলিশের উপস্থিতিতে ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা লকডাউনের ঘোষণা দেয় কর্তৃপক্ষ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, বুধবার চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া তিনজনের একজন গার্টেক্স গার্মেন্টসের কর্মকর্তা। তিনি গত ১ এপ্রিল অফিসের কাজে ওই ব্যাংকে এসেছিলেন। এরপর তার এক সহকর্মীরাও গত ৫ এপ্রিল ওই ব্যাংকে এসেছিলেন। এজন্য পুলিশের পক্ষ থেকে ওই শাখা লকডাউন করে ১৫ জনকে হোম কোয়ারেন্টিনে যাওয়ার জন্য বলা হয়েছে। আগামী ১৪ দিন ব্যাংক এশিয়ার আন্দরকিল্লা শাখা বন্ধ থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *