২৪ ঘণ্টা ডট নিউজ : দেশে বিগত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩ জনের মুত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০। এছাড়া নতুন করে আরও ৫৮ জন জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪৮২ জন করোনা রোগী শনাক্ত হলো বাংলাদেশে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী বলেন, দেশে করোনা সংক্রমণ কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে শনাক্ত হয়েছেন ৫৮ জন। ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এসব আক্রান্তের সংখ্যা পাওয়া গেছে। বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৮২ জনে। মোট মৃত্যু ৩০ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৩৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য বুলেটিনে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমণের হার কমলেও আজকে ৩ জন মারা গেছেন। ঢাকার একজন, বাইরের দুইজন। মৃতদের মধ্যে ৩০-৪০ বছরের মধ্যে একজন, ৫০-৬০ বছরের মধ্যে ২ জন।
তিনি বলেন, শনাক্ত হওয়া ৯৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, আর ১০ জন নারী। ঢাকা শহরের ১৪ জন, নারায়ণগঞ্জ ৮ জন। অন্যরা অন্যান্য জেলায়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) করোনা শনাক্ত হয়েছিল ৯৪ জন, মৃত্যু ছিল ৬ জন।
Leave a Reply