লকডাউ‌নের মধ্যেও ঠাকুরগাঁও‌য়ে প্রবেশ প‌থে মাইক্রো-ট্রাক সংঘর্ষে আহত-৮

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ লকডাউ‌নের চলাকালে ঠাকুরগাঁও‌য়ে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় ৮জন আহত হয়েছে । তাদেও মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক ।

রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার ঠাকুরগাঁও – রংপুর মহাসড়কের বড় খোচাবাড়ি নামক স্থানে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে বড় দু‌টি মা‌ক্রোবাস ১৪ জন যাত্রী নি‌য়ে ঠাকুরগাঁও প্রবেশ কর‌ছি‌লো। পথিমধ্যে খোচাবাড়ি এলাকায় একটি মাইক্রোবাসের সাথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হয়। এ‌তে মাইক্রো ও ট্রাকের চালক সহ গুরুতর আহত হ‌য় ৮ জন। এলাকাবাসী ও পু‌লি‌শের সহ‌যো‌গিতায় আহত‌দের হাসপাতা‌লে নেয়া হ‌য়‌।

সদর হাসপাতা‌লের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা: রা‌কিবুল আলম জানান,আহতরা বড় ধর‌নের দুর্ঘটনার সম্মু‌খিন হ‌য়ে‌ছে। আমরা তা‌দের সর্বাত্মক চিকিৎসা সেবা প্রদান করছি। সেই সা‌থে তাদের নমুনা সংগ্রহ করেছি। রি‌পোর্ট আসার প‌রে তা‌দের বিষ‌য়ে পরবর্তী পদ‌ক্ষেপ নেয়া হ‌বে।

এরআগে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় নারায়নগঞ্জ থেকে আসা তিনজনের করোনা সংক্রামন শনাক্ত হলে শনিবার রাত ৯টায় পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *