চট্টগ্রামে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের বাসা ছাড়া করলে আইনি ব্যবস্থা

চট্টগ্রামে করোনা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের বাসা থেকে বের করে দিতে কতিপয় বাড়িওয়ালার অপচেষ্টার বিষয়টি আমলে নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

বিষয়টি মনিটরিংয়ের জন্য ইতোমধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. আবু হাসান সিদ্দিককে দায়িত্ব দেয়া হয়েছে।

মহানগরসহ চট্টগ্রাম জেলায় এ ধরনের কোন ঘটনার তথ্য পাওয়া গেলে বা জানা থাকলে তা জেলাপ্রশাসনের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তাকে জানাতে অনুরোধ করা যাচ্ছে।

আপনার পাশ্ববর্তী কোন বাড়িওয়ালা যদি করোনা চিকিৎসা সেবায় সম্পৃক্ত চিকিৎসক -নার্স ও অন্যান্য যে কোন স্বাস্থ্যকর্মীকে বাসা থেকে বের করে দেবার অপচেষ্টা চালায়, বিষয়টি তাৎক্ষণিক অতিরিক্ত জেলাপ্রশাসক (এলএ)-কে ০১৭৩৩-৩৩৪৩১৭ নম্বরে ফোন দিয়ে জানান।
প্রয়োজনে তথ্য দাতার নাম-পরিচয় গোপন রাখা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *