ফেসবুক লাইভে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায় স্বীকার করল স্বামী

২৪ ঘণ্টা ডট নিউজ। জেলা সংবাদ || সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে দা দিয়ে কুপিয়ে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুনের দায় স্বীকার করেছে পাষণ্ড স্বামী।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি পালের আদালতে স্ত্রী খুনের দায় স্বীকার করে জবানবন্দি দেন স্বামী।

এর আগে ফেনীর পৌরসভার বারাহীপুর থেকে গ্রেফতার করা হয় স্বামী ওবায়দুল হক টুটুল ভুঁইয়াকে। ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদালত রেকর্ড করেন।

আরো খবর// ফেসবুক লাইভে স্ত্রীকে হত্যা করল স্বামী!

মামলার বাদী পক্ষের আইনজীবী শাহজাহান সাজু বলেন, আসামী ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ায় মামলার পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে এবং আসামীর দৃষ্টান্তমূলক শাস্তি খুব তাড়াতাড়ি হবে।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজেদুল ইসলাম জানান, এই হত্যাকাণ্ডের সাথে অন্য কেউ জড়িত আছে কি-না সেটিও তদন্ত করা হচ্ছে। যদি থাকে তাকেও মামলার আসামী করা হবে।

এর আগে গতকাল বুধবার (১৫ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে ফেসবুক লাইভে এসে তার স্ত্রী তাহমিনা আক্তারকে নৃশংসভাবে হত্যা করে টুটুল।

রাতে তাহমিনার পিতা সাহাব উদ্দিন বাদী হয়ে ফেনী মডেল থানায় টুটুলকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত স্বামীকে পুলিশ গ্রেফতার করে।

আজ বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আকদিয়া গ্রামে নিহত তাহমিনার জানাযা শেষে দাফন করা হয়েছে বলে জানা গেছে।

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *