করোনা/কানাডায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ, এনিয়ে ৫ বাংলাদেশির মৃত্যু

২৪ ঘণ্টা প্রবাস ডেস্ক || প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কানাডায় এ রিপোর্ট লেখার সময় ৫ জন বাংলাদেশির মৃত্যুর খবর জানা গেছে।

সর্বশেষ ১৭ এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যা ৭.৫০ মিনিটে দেশটির সেন্ট মাইকেল হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বীর মুক্তিযোদ্ধা সালাম শরীফ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর আগে সালাম শরীফের বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি টরন্টোর বাংলাদেশি কমিউনিটির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি ছিলেন।

দেশটিতে পঞ্চম বাংলাদেশির মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে আসে বাংলাদেশি কমিউনিটিতে।

মৃত্যুর আগে এ বীর মুক্তিযোদ্ধা স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে এবং অসংখ্য বন্ধু-বান্ধব রেখে যান।

তার কন্যা সিনথিয়ার বরাতে সালাম শরীফের মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন ব্যারিস্টার কামরুল হাফিজ।

জানা যায়, মুক্তিযোদ্ধা সালাম শরীফ গোপালগঞ্জের এলাকার অধিবাসী। তিনি অন্টারিও আওয়ামী লীগের উপদেষ্টা, আওয়ামী লীগ অফ কানাডার সভাপতি এবং গ্রেটার ফরিদপুর জেলা সমিতির প্রেসিডেন্ট ছিলেন।

উল্লেখ্য, ইতোপূর্বে অটোয়ায় গত ৪ এপ্রিল শরিয়তুল্লাহ এবং গত ৫ এপ্রিল টরন্টোতে হাজী তুতিউর রহমান, ১০ এপ্রিল ওমর শেখ এবং জামাল আলী এই মরণঘাতী ভাইরাসে মারা যান। পঞ্চম বাংলাদেশি হিসেবে ১৭ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন সালাম শরীফ।

এই রিপোর্ট লেখার সময় কভিড-১৯’এ পাঁচ জন বাংলাদেশিসহ মারা গেছেন ১ হাজার ৩১০ জন। আক্রান্ত ৩১ হাজার ৬৪২ আর সুস্থ হয়েছেন ১০ হাজার ৩২৮ জন।

সব চেয়ে বেশি কুইবেক সিটিতে ৬৩০ জন মারা গেছেন। এরপর রয়েছে অন্টারিও প্রভিন্সে ৪৭৮ জন। তবে নোনাভাট এখনো করোনা মুক্ত প্রদেশ!

২৪ ঘণ্টা/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *