নিজস্ব প্রতিবেদক ::: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার আসামী মারুফ হোসেন আদনানকে (২৫) আটক করেছে র্যাব।
শনিবার (১৮ এপ্রিল) সীতাকুণ্ড থেকে ধর্ষক আদনানকে আটক করে র্যাব-৭ এর একটি দল।
আদনানকে প্রধান ও এক সহযোগীসহ দুইজনকে আসামি করে সন্দ্বীপ থানায় ২ এপ্রিল একটি ধর্ষণ মামলা দায়ের করেছিল ওই ছাত্রীর বাবা।
ছাত্রীর পরিবারের অভিযোগ, ভালবাসার সম্পর্ক গড়ে বিয়ের প্রলোভন দেখিয়ে মারুফ হোসেন আদনান (২৫) দশম শ্রেণীতে পড়ুয়া ছাত্রীকে স্কুল ভবনের দ্বিতীয় তলায় ম্যানেজিং কমিটির সভাপতির বেডরুমে নিয়ে একাধিকবার ধর্ষণ করে।
মারুফ সন্দ্বীপের মুছাপুর মান্দিরগো বাড়ির ওষুধ ব্যবসায়ী আব্দুর রবের ছেলে। আবদুর রব ছাত্রীটির স্কুলের ম্যানেজিং কমিটির প্রভাবশালী সদস্য।
ঐ স্কুলের দোতলায় ক্লাসরুম ভেঙ্গে একটি বিলাসবহুল মনোরঞ্জন রুম বানানো হয়েছিল। সেখানে এয়ারকন্ডিশনও লাগানো হয়েছে। কতিপয় কথিত গণ্যমান্য ব্যক্তিরা ওই কক্ষে প্রায় আসা-যাওয়া করতেন এয়ারকন্ডিশনের বাতাস খেতে। আর ধর্ষণের ঘটনা ওই বিলাসবহুল কক্ষেই ঘটেছিল।
এ বিষয়ে র্যাবের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন বলেন, সন্দ্বীপ থানায় একটি ধর্ষণ মামলার প্রেক্ষিতে মারুফকে আজ সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply