র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১৩ এর নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ৬৩ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার(১৩ অক্টোবর) দুপুরে নীলফামারী জেলা শহরের সবুজপাড়া মহল্লার একটি বাড়িতে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলো সবুজপাড়া মহল্লার মৃত সামছুল হক প্রধানের ছেলে সাজ্জাদ হক প্রধান(৩৫)ও শহরের শান্তিগর মহল্লার নুর ইসলামের ছেলে নুরন্নবী হোসেন মানিক(৩৩)।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্প সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,গোপন সংবাদে সাজ্জাদ প্রধানের বাড়িতে দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
সে সময় সাজ্জাদ প্রধানের সঙ্গে মাদক কেনা বেচার দরদাম করছিল নুরন্নবী হোসেন মানিক। তাদের আটকের পর সাজ্জাদের স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ির একটি কক্ষ হতে ৬৩ বোতল ফেন্সিডিল,মাদক বিক্রির ২২ হাজার ৬৯৫ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও আটককৃতদের তিনটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
Leave a Reply