হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: ১০ লিটার দেশীয় চোলাই মদসহ সুজন বড়ুয়া (৩০) নামে এক যুবককে আটক করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।
রবিবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের ভেলোয়ার পাড়া হতে উক্ত যুবককে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এলাকাবাসী সুজন বড়ুয়াকে দেশীয় ছোলাই মদসহ হাতে নাতে ধরে পুলিশ কে খবর দিলে হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক মোঃ তোফায়েল সঙ্গীয় ফোর্স নিয়ে হলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ লিটার দেশীয় ছোলাই মদসহ সুজন বড়ুয়াকে আটক করে। এ ব্যাপারে মাদক আইনে তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ।
উল্লেখ্য গত মাসেও উক্ত এলাকা হতে ১০০ লিটার ছোলাই মদসহ মোঃ কুতুব উদ্দিন ও নাজিম উদ্দিন নামে দুই যুবককে আটক করেছিল হাটহাজারী মডেল থানা পুলিশ।
২৪ ঘণ্টা/এম আর/পারভেজ
Leave a Reply