ঘুমধুমে নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় বিজিবির গুলিতে একজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরো একজন।

নিহত ব্যক্তির নাম মংকিচা তঞ্চঙ্গ্যা (৪৫)। আহত ব্যক্তির নাম অংচামং তঞ্চঙ্গ্যা (৩৪)।

সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ জানান, কেন্দ্রের বাইরে কিছু ভোটার বিশৃঙ্খলা সৃষ্টি করলে বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, ফাত্রাঝিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকরা বিবাদে জড়িয়ে পড়ে। তখন বিজিবি গুলি ছুড়লে একজন নিহত ও একজন আহত হন। এরা ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী বাবুল তঞ্চঙ্গ্যা ও মোহাম্মদ আলীর সমর্থক।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন ঘুমধুমে এবারের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন এবং মেম্বার পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *