খাগড়াছড়িতে বিএনপি’র ত্রাণ বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : বৈশ্বিক মহামারি করোনা’র ছোবলে বিশ্ব প্রকম্পিত। সামাজিক দূরত্ব বজায় রাখা শর্তে জনপদে চলছে লকডাউন। পার্বত্য জনপদে শ্রমজীবি, কৃষক, ব্যবসায়ী সকলে গৃহবন্দি ও কর্মহীন। ঘরে ঘরে খাদ্য সংকটে ভুগছে মানুষ। ফলে সরকারি-বেসরকারি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ চলছে।

গত ২১ ও ২২ এপ্রিল মানিকছড়ি উপজেলার তৃণমূলে খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূইঁয়ার অর্থায়নে মানিকছড়ি উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মীর হোসেন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মাসুদুজ্জামান’র তত্ত্ববধানে উপজেলার তৃণমূলে কর্মহীন ও দুঃস্থ ৭০ পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ছোলা, ১কেজি তৈল ও ১ কেজি ডালসহ বিএনপি নেতা ওয়াদুদ ভূইঁয়ার‘উপহার সামগ্রী’ বিতরণ করা হয়।

আর এসব ত্রাণ সম্বলিত উপহার সামগ্রীগুলো বাড়ি বাড়ি পৌছে দিয়েছেন উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবদুল জলিল, সাধারণ সম্পাদক জাহিদুল আলম প্রমূখ।

খাগড়াছড়ি জেলা সদরে ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি নজরুল ইসলাম ও জেলা ছাত্রদল নেতা নুসরাদ হোসেন বাপ্পী।

দিঘীনালায় ১০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়ন সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন। পর্যায়ক্রমে অন্যান্য উপজেলায়ও ত্রাণ বিতরন করা হবে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নজরুল ইসলাম সুজন ।

২৪ ঘণ্টা/এম আর/হৃদয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *