২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে জনসাধারণের জানমাল নিরাপত্তার লক্ষ্যে চট্টগ্রামের ফটিকছড়িকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে এ ঘোষণা কার্যকর হয়।
ফটিকছড়িতে কর্মরত এক চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেওয়া হয়।
এদিকে, ফটিকছড়িতে যে চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাকে বৃহস্পতিবার সকালেই তার পরিবারসহ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওই চিকিৎসক ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তবে তার বাড়ি সাতকানিয়ায়। বুধবার রাতেই নাজিরহাট হাসপাতালের উত্তর পাশে তার ভাড়া থাকা ভবনটি লকডাউন করে দেয়া হয়েছে।
চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: হাসান শাহরিয়ার বলেন, ‘চিকিৎসক আক্রান্ত হলেও স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন করা যাবে না। আমরা ওই চিকিৎসকের সব কিছু ট্রেসিং করে ব্যবস্থা নেবো। তিনি সাতকানিয়া থেকে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে উপজালা নির্বাহী কর্মকর্তা মো: সায়েদুল আরেফিন বলেন, ‘আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম মহোদয়ের সদয় অনুমতিক্রমে ফটিকছড়ি উপজেলায় লকডাউন ঘোষণা করা হলো। এ আদেশ অমান্যকারীরদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
২৪ ঘণ্টা/এম জুনায়েদ/আর এস পি
Leave a Reply