চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী সড়কে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছেন দুজন যাত্রী। একই ঘটনায় আরো অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১০টার সময় আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের ঝিওরী চেয়ারম্যান ঘাটা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে সুভাষ কান্তি নাথ (৫৫) পটিয়া উপজেলার বাসিন্দা এবং নগরীর হাজারী লেইন এলাকার ওষুধ ব্যবসায়ি বলে জানা গেছে। অপরজন ফেনীর সোনাগাজী এলাকার হাফিজ ইব্রাহিমের ছেলে মো. ঈসরাফিল (৩৫)।
আহতরা হলেন, অটো রিকশা যাত্রী পটিয়া উপজেলার কোলাগাঁও এলাকার জাফর আহমদের স্ত্রী আমেনা খাতুন (৪৫) ও তার মেয়ে রিনা আকতার (২৪), চাঁদপুর জেলার কচুয়া এলাকার তোফাজ্জল হোসেনের পুত্র ভ্যান চালক কাউছার আলম (৩৫) এবং সিএনজি অটোরিকশা চালক জাহেদুল ইসলাম (৩০)।
স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি প্রত্যক্ষদর্শীদের বরাতে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আজ মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার ঝিওরি চেয়ারম্যান ঘাটা এলাকায় দুটি যাত্রীবাহি সিএনজি নিজেদের মধ্যে ওভারটেক করতে গিয়ে বাঁশখালী থেকে চট্টগ্রামমুখী ওষুধ বহনকারী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ৬ জনকে উদ্ধার করে। এতে ঘটনাস্থলেই একজন প্রাণ হারায়। ঘটনাস্থলে প্রাণ হারানো ব্যাক্তির নাম মো. ইসরাফিল বলে তাৎক্ষনিক জানিয়ে তার বয়স আনুমানিক ৪০ বছর হতে পারে ধারণা পুলিশের। বাকিদের উপজেলা হাসপাতালে নিলে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক সুভাষ কান্তি নাথ নামে অপর একজনকে মৃত ঘোষণা করেন।
নিহত সুভাষ হাজারী গলি ওষুধ ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী সম্পাদক এবং নগরীর আন্দরকিল্লা ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী কমিটিরও সদস্য বলে একটি সূত্র জানিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানিয়েছেন আহতদের অবস্থাও আশঙ্কাজনক। এর মধ্যে গুরুতর ৩জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া নিহতদের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনা কবলিত কভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিক্সাগুলো আটক করে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এমরান হোসেন।
Leave a Reply