২৪ ঘণ্টা ডট নিউজ::: বিগত ২৪ ঘণ্টায় ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ১০১টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে এক পুলিশ সদস্য ও সাতকানিয়ায় ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজে (বিআইটিআইডি) গত ২৪ ঘণ্টায় ১০১টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ৭ জন। এনিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে ৫৩ জন।
দামপাড়ায় শনাক্ত ট্রাফিক সদস্য (৪৯ বছর) আগে শনাক্ত হওয়া ট্রাফিক সদস্যদের সংষ্পর্শে এসেছিলেন বলে সিএমপি সূত্রে জানা গেছে।
অন্যদিকে সাতকানিয়ায় আক্রান্ত ৬ জনের মধ্যে ৩ জন নারী ও দুই জন কিশোরও রয়েছে। তাদের সকলেই মাদার্শা ইউনিয়নের রূপনগরের বাসিন্দা বলে জানা গেছে। এদের মধ্যে ১৪ ও ১৫ বছর বয়সী দুই কিশোর, ৭৫ বছর বয়সী একজন বৃদ্ধা, ৫৬ বছর বয়সী একজন পুরুষ এবং ৪৫ ও ৩২ বছর বয়সী দুই নারী রয়েছেন।
এ ছাড়া চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাঁচজন ইতিমধ্যে মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৫ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply