চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আব্দুল্লাহ (৩৪) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আজ ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল পৌণে ১০ টার সময় ইউনিয়নের মুজাফরাবাদ এন জে উচ্চবিদ্যালয়ের পশ্চিম পাশের মহাসড়কের উপর থেকেই তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করে অধিদপ্তরের চট্টগ্রাম খ সার্কেল।
গ্রেফতার আব্দুল্লাহ কক্সবাজারের টেকনাফ থানা লেংগুরবিল হাবিব ছড়ার মৃত নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।
গ্রেফতার আব্দুল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
গণমা্ধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Leave a Reply