২৪ ঘণ্টা ডট নিউজ। হাটহাজারী প্রতিনিধি : বৃষ্টি আর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতেও বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রেখেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন আজ সোমবার (২৭ এপ্রিল) উপজেলার হাটহাজারী পৌরসভা এবং ইছাপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন।
এসময় নিত্য প্রয়োজনীয় পণ্য (আদার) দাম বৃদ্ধি এবং মূল্য তালিকা না টাঙানোর কারণে ৬ দোকানিকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিন সাংবাদিকদের জানান, করোনা নিয়ে প্রশাসনের ব্যস্ততা এবং মাহে রমজানকে কাজে লাগিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির চেষ্টা করলেও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।
২৪ ঘণ্টা/মো. পারভেজ/আর এস পি
Leave a Reply