২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া গলির মুখে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. জামাল নামে ট্রাফিক পুলিশের এক সার্জেন্ট গুরুতর আহত হয়েছে।
গতকাল ২৮ এপ্রিল মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহত মো. জামাল চট্টগ্রাম মেট্রােপলিটন পুলিশের ট্রাফিক বন্দর জোনে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধিন আছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বন্দর জোনে কর্মরত ট্রাফিক পুলিশ জামাল তার ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। নগরীর দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার মোটর সাইকেলে ধাক্কা দেন। এসময় বাইক থেকে দুরে ছিটকে পড়ে ট্রাফিক পুলিশের এ সদস্য।
পরে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম গুরুতর আহত অবস্থায় জামালকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়। সেখানে তিনি চিকিৎসাধিন আছেন। তিনি কোমড়ে ও পায়ে আঘাত প্রাপ্ত হন।
ঘটনার সত্যতা স্বীকার করে নগরীর ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ জানান, দুর্ঘটনার ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলটি জব্দ করে থানায় আনা হয়েছে।
তাছাড়া ঘটনাস্থলে জনগণের হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার ট্রাক চালককেও আটক করে তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানালেন ওসি।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply