চট্টগ্রাম নগরীর অন্যতম বৃহৎ ফলের আড়তে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিমের অভিযানের ফলের মাল্টার কেজি শতকে নেমে এসেছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জানান, গত ২৯ ও ৩০ এপ্রিল নগরীর ফলমন্ডিতে অভিযান চালানো হয়৷ এ সময় করোনাভাইরাস প্রতিরোধে সহায়ক ভিটামিন-সি সমৃদ্ধ মাল্টা ফল আমদানি মূল্যের চাইতে দ্বিগুণ দামে বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮ ব্যবসায়ীকে ১ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ রবিবার (৩ মে) ফলমন্ডি বাজার মনিটরিং এ গিয়ে দেখা যায় যে, আড়ত থেকে প্রতি কার্টুন মাল্টা দেড় হাজার টাকা (১ কার্টুনে ১৫ কেজি) বা কেজি প্রতি ১শত টাকা দরে মাল্টা বিক্রি হচ্ছে।
তিনি আরো জানান, চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন খুচরা বাজারে ট্রাক ভর্তি মাল্টা যাচ্ছে ফলমন্ডি থেকে । এ সকল ট্রাকের চালান এবং ফলমণ্ডির মাল্টা আড়তের রশিদ চেক করে দেখা যায়, ১শত টাকা কেজি দরে মাল্টা বিক্রি হচ্ছে।
এছাড়া নগরীর আকবরশাহ,হালিশহর,পাহারতলী ও ডবলমুড়িং এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সামাজিক দূরত্ব বজায় না রাখায় ও পণ্যেট মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে দণ্ডবিধি ১৮৬০ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ধারায় ৩টি মামলায় ৩হাজার টাকা জরিমানা করেন ম্যাজিস্ট্রেট আশিক – উর – রহমান।
ম্যাজিস্ট্রেট মুশফিকীন নূর পাচলাইশ,খুলশী, বায়েজিদ ও চান্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে ৬টি মামলায় ৭হাজার ৮শত টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট এস.এম. আলমগীর চট্টগ্রাম মহানগরের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এ ২টি মামলায় ১হাজার ৩শত টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান চকবাজার,বাকলিয়া, সদরঘাট ও কোতোয়ালি এলাকায় আদালত পরিচালনা করে অননুমোদিতভাবে খোলা রাখায় ও মাংসের দাম বেশি নেওয়ায় ৫ টি মামলায় সাড়ে ৫হাজার টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর ও ডবলমুরিং এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২টি কাপড়ের দোকানকে ২ হাজার ৪শত টাকা, ১টি টেইলরের দোকানকে ৫শত টাকা ও ২টি ইলেকট্রনিক সামগ্রীর দোকানকে ৮ হাজার টাকা, পাহাড়তলী রেলওয়ে বাজারের এক সবজি বিক্রেতাকে ৬শত টাকা, নির্দিষ্ট তাপমাত্রায় ঔষধ সংরক্ষণ না করায় আকবরশাহ এলাকার একটি ফার্মেসিকে ২ হাজার টাকা ও সামাজিক দূরত্ব না মানায় ৪জনকে মোট ১ হাজার টাকা জরিমানা করেন।
কোতায়ালী ও সদরঘাট থানাধীন এলাকায় আদালত পরিচালনা করে ১৬টি মামলায় ১৬হাজার ১শত টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান এবং ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিন ৫টি মামলায় ৩হাজার ১শত জরিমানা করেছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply