২৪ ঘণ্টা আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমন্ত শ্রমিকদের শরীরের উপর চলে গেছে মালবাহী ট্রেন।
এতে চাকার নিচেই পিষ্ট হয়ে ১৭ শ্রমিকের মৃত্যু এবং এ ঘটনায় আরো ৫ শ্রমিক আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। আজ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, হতাহত শ্রমিকরা সবাই জালনা শহরের একটি লোহার কারখানায় কাজ করতেন। সেখান থেকে বাড়িতে ফেরার জন্য মধ্যপ্রদেশের পথে রওনা দেন তারা।
ভারত জুড়ে লকডাউন থাকায় ২২ থেকে ২৫ জনের একটি শ্রমিকদল প্রায় ৪৫ কিলোমিটার পথ হেঁটে ক্লান্ত হয়ে রেল লাইনের উপরেই তাঁরা বিশ্রাম নিচ্ছিলেন। তাদের ঘুম এমনটাই ভারি ছিলো যে, মালগাড়ি আসার শব্দেও তাদের ঘুম ভাঙ্গেনি। কালঘুমেই মালগাড়ির চাকার তলায় পিষ্ট হয়ে ১৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। পাঁচ জন গুরুতর আহত।
ভারতীয় গণমাধ্যম ডিডাব্লিউ টিভি সূত্রে জানা যায়, মালবাহি ট্রেনটি খালি ছিলো। রেল কর্তৃপক্ষ জানিয়েছে মালবাহী ট্রেনের চালক শেষ সময়ে ট্রেন থামানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।
সংবাদমাধ্যমটি জানায়, এই শ্রমিকরা সকলেই মধ্যপ্রদেশের। তাঁরা জালনার কারখানায় কাজ করতেন। জালনা থেকে ১৭০ কিলোমিটার দূরে ভুসাওয়াল যাচ্ছিলেন, যাতে তাঁরা শ্রমিক এক্সপ্রেস ধরে নিজেদের রাজ্যে ও গ্রামে ফিরতে পারেন।
এই দুর্ঘটনায় প্রবল ক্ষুব্ধ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রেলমন্ত্রীকে ফোন করে তাঁর ক্ষোভের কথা জানিয়েছেন।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply