সিভাসু ল্যাবে আরো ৪০ জনের করোনা সনাক্ত, চট্টগ্রাম নগরে ২৫ জেলায় ১৪

সিভাসু ল্যাবে একদিনে ৪০ করোনা রোগী

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের করোনা পরীক্ষার দ্বিতীয় ল্যাব ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের (সিভাসু)তে গত ২৪ ঘণ্টায় ৬১টি নমুনা পরীক্ষা করে ৪০ জনের শরীরে করোনা সনাক্ত হয়।

এরমধ্যে ৩৯ জন চট্টগ্রাম জেলা এবং ১ জন খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা। আজ ৮ মে শুক্রবার দুপুর ১টা ৫০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, সিভাসু ল্যাবে সনাক্ত হওয়া চট্টগ্রামের ৩৯ জনের মধ্যে চট্টগ্রাম নগরীতে ২৫ জন এবং জেলার ৪ উপজেলায় আরো ১৪ জন করোনা রোগী সনাক্ত হয়েছে।

চট্টগ্রাম নগরীতে সনাক্ত হওয়া ২৫ জনের মধ্যে নগরীর বাকলিয়ায় ৪ জন, হালিশহরে ৩ জন, ইপিজেড ২ জন, সাগরিকা অলংকারে ১ জন, সাগরিকা কাজিরদীঘিতে ১জন এবং নগরীর বহদ্দারহাট ১, কসমোপলিটন ১, আগ্রাবাদ ১, মেহেদীবাগ ১, নাসিরাবাদ ১, মোগলটলী ১, সরাইপাড়া ১, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ১, ফিরিঙ্গীবাজার ১, দামপাড়া ১, আইসফ্যাক্টরী রোড ১, মীর্জাপুল ১, সদরঘাট ১ ও আম বাগান রেলওয়ে কলোনীতে ১ জন করোনা রোগী সনাক্ত হয়।

তাছাড়া গত ২৪ ঘণ্টায় একই ল্যাবে নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৪টি উপজেলায় আরো ১৪ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের করোনা হটস্পট সাতকানিয়ায় ৭ জন, সীতাকুণ্ডে ৫ জন, হাটহাজারীতে ১ জন এবং বোয়ালখালীতে আরো একজনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তি দাঁড়াল ১৯৭ জনে। বাইরে থেকে পজিটিভ হয়ে আসা চট্টগ্রামের বাসিন্দা আছেন আরও পাঁচজন। এদের মধ্যে মারা গেছেন ১৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এখন পর্যন্ত ৪৭ জন।

একই ল্যাবে আজ ভিন্ন জেলার একমাত্র রোগীটি খাগড়াছড়ি জেলার মানিকছড়ির বাসিন্দা বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *