কুয়েতে মৃত্যুবরণ করা রাউজানের গোলাম মোহাম্মদের লাশ দেশে আসছে রবিবার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:::মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে স্ট্রোকে মৃত্যুবরণ করা রাউজানের পশ্চিম গুজরা নিবাসী গোলাম মোহাম্মদদের(৬২) লাশ রবিবার দেশে আসছে।

সম্প্রতি বুকে ব্যাথা অনুভব করার পর প্রবাসী গোলাম মোহাম্মদের এক পরিচিতজন তাকে স্থানীয় আমেরি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ।

গোলাম মোহাম্মদ রাউজানের ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর গুজরা গ্রামের ছমদ আলী সিকদার পাড়ার মরহুম হাজী আব্দুস সাত্তারের কনিষ্ঠ পুত্র। বিবাহিত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

গোলাম মোহাম্মদের স্বজনরা জানান, তিনি দীর্ঘ ৩৫/৪০ বছর ধরে প্রবাস জীবনে ছিলেন। নগরীর চকবাজার এলাকায় পরিবার-পরিজন নিয়ে থাকতেন।

গোলাম মোহাম্মদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য আব্দুল মালেক বলেন, গোলাম মোহাম্মদ খুবই শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। দীর্ঘ সময় ধরে প্রবাস জীবনে ছিলেন। মৃত্যুর পর তার লাশ কুয়েতের হাসপাতালের হিমাগারে রাখা হয়েছিল। রবিবার কুয়েত থেকে প্রবাসী গোলাম মোহাম্মদের লাশ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর হয়ে সড়কপথে চট্টগ্রাম আসবে। রবিবার বিকেলে অথবা সন্ধ্যায় গোলাম মোহাম্মদের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

২৪ ঘণ্টা/এম আর/রানা

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *