করোনায় অসহায়দের পাশে দাড়ালেন মাষ্টার জসিম

অসহায়দের পাশে ফটিকছড়ির মাস্টার জসিম

২৪ ঘণ্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়ি পৌরসভা এলাকায় লোক চক্ষুর আড়ালে থেকে রাতের অন্ধকারে ঘরে ঘরে অসহায় মানুষের কাছে উপহার সামগ্রী পৌছে দিয়ে অসহায়দের পাশে দাড়িয়েছেন ফটিকছড়ি করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ জসিম উদ্দীন।

সম্পুর্ণ নিজস্ব তহবিল থেকে এ সহায়তা দেন তিনি। তার এই মহৎ কাজটি জনগণের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।

নিজের উপার্জিত অর্থ দিয়ে অসহায় দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল, আটা, সুয়াবিন তেল, চোলা, পেঁয়াজ, আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।

জানতে চাইলে এই প্রতিবেদকের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ গুলোর মধ্যে কেউ আছে দিন মজুর, কেউ আছে নিম্ম মধ্যবিত্ত, আবার কেউ আছে মধ্যবিত্ত। এদেরকে তিনটি ভাগে ভাগ করে আমার সাধ্যমত সহযোগিতা করার চেষ্টা করেছি।

তিনি আরো বলেন, যেহেতু এটি একান্ত ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছি, তাই আমি চাই এটি মানুষ না জানুক। আড়ালে থেকে গরিব অসহায়দের পাশে দাড়াতে চেষ্ঠা করেছি যা আগামীতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

২৪ ঘণ্টা/ এম জুনায়েদ/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *