ফটিকছড়িতে ওমান প্রবাসী একতা সংঘ”র হুইল চেয়ার বিতরণ

ফটিকছড়িতে ওমান প্রবাসী মানব কল্যাণ একতা সংঘ”র আয়োজনে অসচ্ছল প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ১৭ অক্টোবর বৃহস্পতিবার সকালে ফটিকছড়ি পৌরসভাধীন লেলাং রাঙ্গামাটিয়া আনোয়ারুল উলুম দাখিল মাদরাসার হলরুমে গরিব দুঃস্হতের মাঝে আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় কমিশনার নাজিম উদ্দীন ছিদ্দীকি অসহায়দের মাঝে এই হুইল চেয়ার ও আর্থিক অনুদান তুলে দেন।

এসময় উপস্হিত ছিলেন, পাট্টিলাকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তৈয়ব, লেলাং রাঙ্গামাটিয়া আনোয়ারুল উলুম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারী মাওলানা জানে আলম, সুপার মাওলানা মুহাম্মদ আলী, সাংবাদিক এম জুনায়েদ, মুহাম্মদ সোয়েব প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ওমান প্রবাসী মানব কল্যাণ সংঘ যেভাবে গরিব অসহায় মানুষদের পাশে থেকে সেবা করছে তা প্রসংশার দাবিদার। আমরা আশা করি আগামীতেও তারা সব সময় গরিব ও অবহেলিত মানুষের কল্যানে কাজ করে যাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *