ইনজুরিতে তামিম, তবে ভারত সফরে কোনও শঙ্কা নেই

বরিশালের বিপক্ষে বৃহস্পতিবার ফতুল্লায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। কিন্তু দল ঘোষণার পর তামিমের নাম না দেখে বিস্ময় জাগে। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, চোটে পড়েছেন তামিম। অবশ্য ভারত সফরে তাকে নিয়ে কোনও শঙ্কা নেই।

এর আগে তামিম ইকবালের রিবে হালকা চোট লেগেছে গত মঙ্গলবার। তখনও গুরুতর কিছূ মনে হয়নি। খুব সমস্যা হয়নি।তবে প্রথমে ব্যথা ছিল না। তাই গতকাল বুধবারও নেটে ব্যাটিং করেছেন তিনি। এরপর বিকাল থেকে ব্যথা। আজ সকালে স্ক্যানে চোট ধরা পড়েছে। এক সপ্তাহর মতো লাগবে সেরে উঠতে।

ভারতের বিপক্ষে নিজেকে প্রস্তুত করে নিতে জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দুই রাউন্ডে খেলার সুযোগ পেয়েছিলেন তামিম। কিন্তু প্রথম রাউন্ডের পরেই ইনজুরিতে পড়লেন বাঁহাতি ব্যাটসম্যান।

বৃহস্পতিবার বরিশালের বিপক্ষে ফতুল্লায় চট্টগ্রামের হয়ে ব্যথা নিয়েই খেলতে চেয়েছিলেন তামিম। এর জন্য সকালে ফতুল্লায় গিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার পর দেখা গেল তামিমের নাম নেই। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়নি। তাই বেলা ১২টার দিকে মিরপুরে ফিরে আসেন চট্টগ্রামের এই ওপেনার।

আগামী ৩ নভেম্বর ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলবে বাংলাদেশ। এই সফর শেষ হবে দুটি টেস্ট খেলে। গুরুত্বপূর্ণ এই দুটি সিরিজের জন্য বেশ ভালোভাবে প্রস্তুতি নিচ্ছিলেন তামিম। ফিটনেস টেস্টেও ছিলেন সবার চেয়ে এগিয়ে। কিন্তু হঠাৎ করে পাওয়া এই চোটের প্রভাবমুক্ত তামিম থাকতে পারেন কি না সেটাই দেখার অপেক্ষা।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে গত ৩১ জুলাই শেষ ওয়ানডে খেলার পর দেশে ফিরে বিশ্রাম নিয়েছিলেন তামিম ইকবাল। এতে খেলা হয়নি ঘরের মাটিতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। এরপর জাতীয় ক্রিকেট লিগের মধ্যদিয়ে আবারো ব্যাট-বলের লড়াইয়ে নেমেছিলেন এই ড্যাশিং ওপেনার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *