বস্তিভর্তি ইলিশ মাছসহ ৩ পুলিশ জনতার হাতে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে শিকার করা বস্তাভর্তি মা ইলিশসহ ৩ পুলিশ সদস্যকে আটক করেছে শরীয়তপুরের স্থানীয় জনতা। এ ঘটনায় তাদের সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

বুধবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পুলিশ লাইনের সামন থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এএসআই মন্টু হোসেন, কনস্টেবল সঞ্জিত সমাদ্দার ও হৃদয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে ১১ টার দিকে জেলা শহরের সদর হাসপাতালের সামনে দিয়ে ৪টি মোটরসাইকেলে আরোহীদের ইলিশ মাছ নিয়ে যেতে দেখে স্থানীয়রা। এরপর স্থানীয় জনতা তাদের পিছু নেয়। এক পর্যায়ে পুলিশ লাইনের সামনে গেলে ২টি মোটরসাইকেলের গতিরোধ করে দুই বস্তা ভর্তি ইলিশসহ পুলিশের ৩ সদস্যকে আটক করে স্থানীয় জনগণ। সে সময় অন্য দুই মোটরসাইকেলসহ পুলিশের বাকি সদস্যরা পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তরা। আটক পুলিশ সদস্যদের পুলিশ লাইনে নিয়ে যান তারা।

পরে পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, আটক ৩ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *