৩৭নং ওয়ার্ড আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি হোসেন মুরাদ এর মৃত্যুতে সুজনের শোক প্রকাশ

২৪ ঘণ্টা ডট নিউজ:৩৭নং হালিশহর মুনির নগর ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. হোসেন মুরাদ আজ বুধবার (১৩ মে) সকাল ৭.৪৫ মিনিটে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

এক বিবৃতিতে তিনি বলেন মরহুম মো. হোসেন মুরাদ আওয়ামীলীগের দায়িত্ব থাকাকালীন অবস্থায় সবসময় দলের নীতি ও আদর্শ বাস্তবায়নে কাজ করতেন। সম্প্রতি স্থগিত হওয়া সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদে দলীয় প্রার্থী ছিলেন মো. হোসেন মুরাদ।

জনাব মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *