২৪ ঘণ্টা ডট নিউজ।যশোর প্রতিনিধি : যশোরে আরো ৫ জনের নমুনার ফল পজেটিভ এসেছে। এনিয়ে জেলায় মোট ৮৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হলেন।
বুধবার (১৩ মে) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ৩৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২টির ফল পজেটিভ আর ২৭টির নেগেটিভ আসে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানানো হয়, যশোরের ১৩টি নমুনার মধ্যে ৫টি, ঝিনাইদহের ৯টি নমুনার মধ্যে দুটি, মাগুরার ১৩ টি নমুনার মধ্যে চারটি এবং চুয়াডাঙ্গার চারটি নমুনার মধ্যে ১টি পজেটিভ হয়।
যবিপ্রবি জিনোম সেন্টারের সহকারী পরিচালক প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ বলেছেন,পরীক্ষাগারের ফলাফল বুধবার সকালে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানিয়ে দেওয়া হয়েছে।
২৪ ঘণ্টা/এম আর/নিলয়
Leave a Reply