সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে আড়াই হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ড প্রতিনিধি:করোনা ভাইরাসের কারণে এলাকার গরীব,অসহায়দের জন্য প্রধানমন্ত্রী উপহার হিসেবে দেওয়া সীতাকুণ্ড উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রথম পর্যায়ে ৯টি ইউনিয়নের আড়াই হাজার মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যলয়ে উক্ত ত্রানের প্যাকেট বিতরন করা হয়।

এই ধারাবাহিকতায় ঈদের আগে আরো আড়াই হাজার মানুষের মাথে দ্বিতীয় দফায় ত্রাণ দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস.এম আল মামুন। উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, ইউপি চেয়ারম্যান জাহেদ হোসেন নিজামী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সুমিত্র চক্রবর্তী , সাবেক সভাপতি সেকান্দর হোসাইন ও যুবলীগ নেতা সাইদুর রহমান মারুফ প্রমুখ।

২৪ ঘন্টা/এম আর/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *