কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে শুক্রবার (১৫ মে) ১৮৪ জনের করোনা টেস্ট হয়। এর মধ্যে ২১ জনের করোনা ‘পজেটিভ’ পাওয়া যায়।
এছাড়া রামু’র ২ জন পুরাতন করোনা রোগীর ফলোআপ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। বাকী ১৬১ জনের করোনা ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্ত ২১জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় ১ জন, কুতুবদিয়ায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৩ জন।
এনিয়ে কক্সবাজার জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৫২ জন।
এরমধ্যে চকরিয়া উপজেলায় ৫২ জন, কক্সবাজার সদর উপজেলায় ৩৬ জন, পেকুয়া উপজেলায় ২১ জন, মহেশখালী উপজেলায় ১২ জন, উখিয়া উপজেলায় ১৪ জন, টেকনাফ উপজেলায় ৭ জন, রামু উপজেলায় ৪ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৪ জন। কুতুবদিয়া উপজেলায় আজই প্রথম ১ জনের করোনা ভাইরাসের জীবাণু শনাক্ত হলো।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply