২৪ ঘণ্টা ডট আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সময়ের সঙ্গে সঙ্গে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। কোনও ভাবেই যেন নিয়ন্ত্রণে আসছেনা করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।
আর সেই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণের ভয় জাঁকিয়ে বসছে ভারতের বুকে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৯৮৭ জন। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ।
তবে আশার কথা হলো করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাওয়ার রেকর্ডও হয়েছে এদিন।
আজ রবিবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ হাজার ৯৫৬ জন।
এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখা বেড়ে দাড়িয়েছে ২ হাজার ৮৭২। আক্রান্ত মোট সংখ্যা ৯০ হাজার ৯২৭। তাদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ হাজার ১০৯ জন।
রিকভারি রেট বা সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে সাইত্রিশ শতাংশে। রেকর্ড সংক্রমণের মধ্যেই একে ইতিবাচক হিসেবে দেখছেন চিকিৎসকরা।
তাছাড়া মৃত্যুহারও আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার দেশটিতে মৃত্যুহার ছিল ৩ দশমিক ২ শতাংশ, আজ সেটা হয়েছে ৩ দশমিক ১৫ শতাংশ।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply