চট্টগ্রামে করোনা আক্রান্ত ইউসিবিএল ব্যাংক কর্মকর্তা সাংবাদিকপত্নী লুনা

চট্টগ্রামে সাংবাদিক পত্নী করোনা আক্রান্ত

২৪ ঘণ্টা চট্টগ্রাম সংবাদ : চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পীর পর এবার তার স্ত্রীর শরীরেও মিলেছে করোনার অস্তিত্ব।

গতকাল রবিবার এ সাংবাদিক পত্নীর করোনা পজেটিভ রিপোর্ট আসার পর তাকে বিশেষ অনুরোধে চট্টগ্রামের ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রামে করোনা আক্রান্ত প্রথম সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী। তিনি বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর গতকাল রবিবার অবশেষে দুঃসংবাদটি আসে। তার স্ত্রী শাহনুর সুলতানা লুনা করোনায় আক্রান্ত।

আরো খবর : চট্টগ্রামে প্রথম এক সাংবাদিক করোনা আক্রান্ত

তবে তার দুই কণ্যা ও শ্বাশুড়ির নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। বর্তমানে দুই সন্তান তার শ্বাশুড়ির সাথে বাসায় আছেন বলে তিনি জানান।

ফিল্ড হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী ২৪ ঘণ্টা ডট নিউজকে বলেন, এখনও পর্যন্ত ’ফিল্ড হাসপতাালে নারীদের করোনা চিকিৎসার জন্য পৃথক কোন ব্যবস্থা না থাকলেও আমার বিশেষ অনুরোধ রেখে আমার স্ত্রীকে এ হাসপাতালে চিকিৎসার সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমি এ জন্য সকলের কাছে কৃতজ্ঞ।

জানা যায়, করোনা আক্রান্ত সাংবাদিক পত্নী শাহনুর সুলতানা লুনার শ্বাসকষ্ট এবং ডায়বেটিস আছে। তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার আরএসও সেকশনে কর্মরত।

এর আগে গত মঙ্গলবার (১৩ মে) মঙ্গলবার করোনা পজেটিভ আসার দুঃসংবাদটি পান অনলাইন নিউজ পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক গণমাধ্যম ইউএনবি’র চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল ইসলাম শিল্পী।

কিছুদিন ধরে জ্বর সর্দিসহ করোনা উপসর্গ দেখা দিলে সাইফুল ইসলাম শিল্পী নিজেই জেনারেল হাসপাতালে গিয়ে নমুনা দিয়ে আসেন গত ১০ মে। এরপর মঙ্গলবার তার পজেটিভ আসার দুঃসংবাদটি পান।

বর্তমানে তিনি ফিল্ড হাসপাতালে চিকিৎসাধিন আছেন। প্রতিদিন ভোরে কিছুটা জ্বর অনুভব করলেও কারোনার অন্য কোন উপসর্গ নেই। তার শারীরিক অবস্থা এখন মোটামুটি স্থিতিশীল বলে তিনি নিজেই ২৪ ঘণ্টা ডট নিউজকে জানিয়েছেন।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *