সামাজিক দূরত্ব নিশ্চিতে অব্যাহত রয়েছে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান (ভিডিও)

কদমতলী ফলমণ্ডিতে জেলা প্রশাসনের অভিযান

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনায় জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসানের নেতৃত্বে আজ নগরীর বাকলিয়া, সদরঘাট, কোতোয়ালী, রিয়াজ উদ্দিন বাজার, কদমতলী , ডবলমুরিং, আগ্রাবাদ কর্ণফুলী মার্কেট, বেপারী পাডা ছোট পুল, বডপুল, হালিশহর এলাকায় জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালিত হয়।

এ সময়, করোনা পরিস্থিতিতে, এবং মাহে রমজান উপলক্ষে বাজার তদারকির অংশ হিসেবে নগরীর কদমতলী ফলের পাইকারি আড়তে অভিযান চালায় প্রশাসন। ভিডিও লিংক : ফলমন্ডির ফল পরিবহণে বোঝাই হচ্ছে সামাজিক দূরত্ব ছাড়াই

এসময় সামাজিক দূরত্ববজায় না রেখে কোন প্রকার সুরক্ষা সামগ্রী ও মুখে মাস্ক ছাড়া শ্রমিকদের দিয়ে পরিবহনে ফল উঠা নামা, ফলের পাইকারি দোকানে ফলের মূল্যের তালিকা না টাঙ্গানো, অধিক দামে ফল বিক্রি করার অপরাধে ৯ টি মামলায় মোট বিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে বাধ্যতামূলক ভাবে ফলের দোকানে মূল্যের তালিকা টাঙ্গাতে হবে এবং অধিক মূল্যে ফল বিক্রি করা থেকে বিরত থাকতে আড়তদারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অন্যদিকে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তাহমিনা সারমিনের নেতৃত্বে আজ নগরীর পাঁচলাইশ, খুলশী, বায়েজিদ, চাঁদগাও ,চকবাজার এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে, বাজার তদারকির অংশ হিসেবে, মুদির দোকানে মূল্যের তালিকা না টাঙানো, সামাজিক দূরত্ব বজায় না রেখে হ্যামলেট ছাড়া মোটর সাইকেল চালানো, একের অধিক মোটরসাইকেল আরোহী বহন করার অপরাধে ৩ টি মামলায় ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

পৃথক দুটি অভিযানে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।

২৪ ঘণ্টা/শারমিন সুমি/ আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *