ভুজপুর ইউপি আ,লীগের সম্পাদক আব্দুল মান্নান কারাগারে

চাঁদাবাজী মামলায় ফটিকছড়ির ভুজুপুর ইউপি আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো.মান্নান প্রকাশ কসাই মান্নান (৪৮)কে জেল হাজতে পাঠিয়েছে বিজ্ঞ আদালত।

পশ্চিম ভুজপুর পল্লান বাড়ীর জনৈক শামসুল আলমের ছেলে ভাড়ায় মোটর সাইকেল চালক মো.বাহাদুর এর দায়ের করা মামলায় তাকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানো হয় বলে জানা গেছে।

বাদির দায়ের কৃত মামলার বিবরনে জানা যায়, উক্ত মোটর সাইকেল চালক ভাড়ায় মোটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করে। কিন্ত মান্নান তাকে প্রতিদিন দুইশত টাকা করে মাসে ৬হাজার টাকা চাঁদা দেবার জন্য নির্দেশ দেয়। মোটর সাইকেল চালক বাহাদুর তা দিতে অস্বীকার করলে গত ৪ অক্টোবর সন্ধ্যায় তাকে কাজীরহাট বাজারের মাংস হাটার নিকট কয়েকজন বখাটে দিয়ে আটক করে। পরে গাছের সাথে বেঁধে মধ্যযুগীয় কায়দায় মান্নানের নেতৃত্বে বেদম মারধর করে বাহাদুরকে।

এর প্রেক্ষিতে মো.বাহাদুর বাদি হয়ে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত চট্টগ্রাম বরাবরে একটি মামলা দায়ের করে। মামলায় মো.মান্নানকে প্রধান আসামী করে ৪ জনের সুনির্দিষ্ট নাম উল্লেখ এবং আরো ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়।

আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি এফআইআর হিসেবে গন্য করে তদন্তের নির্দেশ দেন ভুজপর থানাকে। ভুজপুর থানা পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করে।

আজ বৃহস্পতিবার উক্ত মামলায় আসামী মো.মান্নান জুডিশিাল ম্যাজিষ্ট্রেট আদালত-৪এর বিচারক জয়ন্তী রানী রায়ের আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে।

অভিযুক্ত মান্নানের বিরুদ্ধে এ মামলা ছাড়াও একাধিক অভিযোগ রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীরা জানিয়েছে।

এ ব্যাপারে ভুজপুর ইউপি আ,লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো.ইব্রাহীম তালুকদারের নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, মান্নানকে ইতোপূর্বে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একাধিকবার সতর্ক করা হয়েছিল।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *