আরব আমিরাত প্রতিনিধি:প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আরব আমিরাতে কর্মহীন হয়ে পড়া অসহায় প্রবাসীদের মাঝে উপহার খাদ্যসামগ্রী বিতরণ করেছে আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া নির্দেশনায় দলীয় কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে এ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণে অংশ নেন, আরব আমিরাত বিএনপির সাবেক আহবায়ক প্রকৌশলী সালাউদ্দিন, আরব আমিরাত কেন্দ্রীয় বিএনপির ১ম সহ-সভাপতি নূরুল আলম, সহ-সভাপতি আমিরুল ইসলাম এনাম,সহ-সভাপতি সিরাজুল ইসলাম নওয়াব, জাহাঙ্গীর আলম (রুপু), প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, ইঞ্জিনিয়ার করিমুল হক, শাহানুর শাহিন, সাহেদ আহমেদ রাসেল সহ আরো অনেকে।
সংক্ষিপ্ত আলোচনা শেষে পৃথিবীতে আবির্ভাব হওয়া এই মহামারি থেকে জাতির সুরক্ষা, নিরাপদ ও সতক্য থাকার বিষয়ে করোনাভাইরাস, ডেঙ্গু, ভূমিকম্প, ঘূর্ণিঝড় সহ সব ধরনের বাল-মুসিবত থেকে দেশ জাতি ও মুসলিম উম্মাহর সুরক্ষায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/মানিক
Leave a Reply