কুমিরায় মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার

সীতাকুণ্ডের কুমিরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮ টার সময় কুমিরা ঘাটঘর এলাকার বাইপাশ সড়কের পাশ থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় এলাকাবাসী জানায়, সকালে মহাসড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। হাতে নতুন ঘড়ি লাগানো। প্যান্ট,সার্টে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর রাতের কোন একসময়ে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

কুমিরা ইউপির স্থানীয় সদস্য আলাউদ্দিন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, সকালে এলাকার লোকজন একটি লাশের খবর জানালে বিষয়টি আমি থানায় অবহিত করি। এখানকার জায়গাটি একেবারে নির্জন, অন্য জায়গাতে হত্যা করে দুর্বৃত্তরা লাশ এখানে ফেলে দিয়েছে ধারনা থেকে তিনি এধরণের ঘটনা আগেও ঘটেছে বলে জানান।

খবর পেয়ে কুমিরা হাইওয়ে ফাঁড়ির পুলিশ ও সীতাকুণ্ড মডেল থানার এসআই রবিচরণ চৌহান এর নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে লাশে পরিচয় পাওয়া যায়নি।

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কুমিরা মহাসড়কের পাশ থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

সুরতাল রির্পোটের পর লাশ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হবে, পোষ্টমোটেমের পর জানা যাবে এটি হত্যা না দূর্ঘটনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *