২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ১৭৯ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে নগরীর ১৬৭ জন এবং উপজেলায় ১২ জন।
চট্টগ্রামের ১ম ল্যাব ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে গত ২৪ ঘণ্টায় ৫৫টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের কারো করোনা শনাক্ত হয়নি।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে (সিভাসু) সোমবার চট্টগ্রামের কারো করোনা পরীক্ষা করা হয়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ১৬৭ জন এবং উপজেলায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজে সোমবার চট্টগ্রামের কারো করোনা পরীক্ষা করা হয়নি।
সোমবার (২৫ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।
তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাব এবং কক্সবাজারে ৩৮০টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৭৯ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১৮৮৭ জন।
উপজেলা ভিত্তিক পজিটিভ তথ্য: লোহাগাড়া, ০, সাতকানিয়া ০, বাঁশখালী ১, আনোয়ারা ২, চন্দনাইশ ২, পটিয়া ৫, বোয়ালখালী ০, রাঙ্গুনিয়া ০, রাউজান ০, ফটিকছড়ি ০, হাটহাজারী ২, সীতাকুণ্ড ০, মিরসরাই ০, সন্দ্বীপ ০।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৫৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬০ জন।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply