নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় আলিমন বেওয়া(৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার(১৮অক্টোবর) রাত আটটার দিকে পঞ্চপুকুর-কচুকাটা সড়কের আরাজি মানুষমারা এলাকায় এই ঘটনা ঘটে।
এ সময় আহত হন নিহতের নাতনি কলেজ ছাত্রী হাবিবা আকতার।সে বর্তমানে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। নিহত আলিমন বেওয়া পঞ্চপুকুর চ্যাংমারী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলিমন নাতনি হাবিবাকে নিয়ে অটোরিক্সা যোগে কচুকাটা থেকে পঞ্চপুকুরে ফিরছিলেন।ওই সময় পঞ্চপুকুর থেকে কচুকাটা গামী একটি ট্রাক (রংপুর-ট-১১-০৪৮২)অটোটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান আলিমন। আহত হন হাবিবা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নীলফামারী থানার ওসি মোমিনুল ইসলাম বলেন,ঘাতক ট্রাকটিকে আটক করে থানা নিয়ে আসা হয়েছে।
Leave a Reply