চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন জহুর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি স্টেশনের ১৫টি ইউনিট।
আজ শনিবার ভোর পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, দিবাগত রাত ৩টার দিকে জহুর হকার্স মার্কেটের পাশে জালালাবাদ মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বিকট শব্দে দুটি বিস্ফোরণের পর আগুনের শিখা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ দুটি মার্কেটের সরু পথে গড়ে উঠা পাইকারি কাপড়ের দোকানের পাশাপাশি কম্বলের কারখানা ও গুদামসহ বিভিন্ন কাপড়ের খুচরা দোকান রয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, আগুন লাগার খবর পেয়ে নন্দনকানন, চন্দনপুরা, আগ্রাবাদ ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি ইউনিট পাঠানো হয়েছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।
ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, ক্ষয়ক্ষতি পরিমাণও কম নয়। এখন ডাম্পিংয়ের কাজ চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
জহুর হকার্স মার্কেট চট্টগ্রাম নগরের সবচেয়ে বড় হকার্স মার্কেট। প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত এ মার্কেটে কয়েক হাজার কাপড়ের দোকান ও টেইলার্স রয়েছে। নগরের নিম্ন ও মধ্যবিত্তের কেনাকাটার অন্যতম পছন্দের স্থান এ জহুর হকার্স মার্কেট।
ব্যবসায়ীরা জানান, শীতের মৌসুমকে সামনে রেখে দোকান ও গুদামগুলোতে বিপুল পরিমাণ পণ্য মজুদ ছিল। আগুনে জালালাবাদ মার্কেটের পাশাপাশি জহুর হকার্স মার্কেটের অর্ধশত দোকান পুড়ে যায়।
ব্যবসায়ীদের দাবি, আগুনে কমপক্ষে ১ কোটি টাকা ক্ষতি হয়েছে।
Leave a Reply