২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : করোনায় দেশে নতুন হটস্পট জেলা চট্টগ্রামে একদিনে রেকর্ড করোনা রোগী শনাক্ত হয়েছে ২৭ মে বুধবার।
চট্টগ্রামের ৩ ল্যাব ও কক্সবাজার মেডিকেল ল্যাবে মোট ৬০২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম নগরী ও জেলায় মোট ২১৫ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়েছে।
এর মধ্যে চট্টগ্রাম মহানগরীর ১৮২ জন এবং চট্টগ্রামের ৮ উপজেলার মোট ৩৩ জন নতুন করে একদিনে আক্রান্ত হয়েছে। তার মধ্যে চসিক ওয়ার্ড কাউন্সিলর, চমেক চিকিৎসক, চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, পুলিশ ও চট্টগ্রাম কারাগারের কারারক্ষীও রয়েছেন।
২৮ মে রাত দেড়টার সময় চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য নিশ্চিত করেন।
সিভিল সার্জনের দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে। ২৫৯ টি নমুনা পরীক্ষায় চট্টগ্রাম জেলায় ১৩৮ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে মহানগরে ১২৯ জন ও বিভিন্ন উপজেলার ৯ জন রয়েছেন।
অন্যদিকে বিআইটিআইডি ল্যাবে ২০৯টি নমুনা পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছে ৩৮টি। এরমধ্যে চট্টগ্রাম মহানগরের ৩৭ জন এবং একজন উপজেলার বাসিন্দা।
বিআইটিআইডি সূত্রে জানা যায়, ৩৮ জনের মধ্যে একজন সাংবাদিক, চারজন পুলিশ, একজন কাউন্সিলর ও পাঁচজন চট্টগ্রাম কাষ্টমসের কর্মকর্তা কর্মচারী রয়েছে। তার মধ্যে চট্টগ্রাম চসিক ৩৩ নং আলকরণ ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব (৪৮) ও তার পরিবারের আরো ৪ সদস্য বয়স যথাক্রমে (৬),(১০),(১৪)ও (৩৮)। তারা সবাই পুরুষ।
একজন সাংবাদিক বয়স (৪১), পাচঁজন চট্টগ্রাম কাস্টমস ও চারজন বিআইটিআইডি। একজন হাটহাজারী উপজেলার মহিলা বয়স (৫৭)। দক্ষিণ ফিরোজশাহ পুরুষ বয়স (৫৫), উত্তর কাট্টলীপুরুষ বয়স (২৭), কাট্টলী পুরুষ বয়স (৬০), আগ্রাবাদ ২ জন পুরুষ বয়স যথাক্রমে (৩৯) ও (৫৯)।
ডবলমুরিং মহিলা বয়স (৫৫), রিয়াজ উদ্দীন বাজার মহিলা (৪৮), নাছিরাবাদ ২ জন মহিলা বয়স যথাক্রমে (৬৫) ও (৬৭)। ওআর নিজাম রোড ২ জন, মহিলা বয়স (৬৭) ও পুরুষ বয়স (৪০)। আকবরশাহ তিনজন, মহিলা বয়স (৫২), পুরুষ ২ জন বয়স (৩০) ও (৩৫)।
তাছাড়া খুলশী তিনজন. দুইজন পুরুষ বয়স যথাক্রমে, (৫৪),(১৭)ও মহিলা বয়স(৪৫), ডিডি অফিস পুরুষ বয়স (৩২), হালিশহর পুলিশ লাইন চারজন পুরুষ বয়স যথাক্রমে,(৩৭), (৩০),(২৫) ও (২১) করোনা আক্রান্ত হয়।
চট্টগ্রাম ভেটেরিনারী ইউনিভার্সিটি (সিভাসু) ল্যাবে ১০০ নমুনা পরীক্ষায় চট্টগ্রামের নতুন করে আরো ৩৬ জন করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম নগরীর ১৬ জন এবং বিভিন্ন উপজেলার আরো ২০ জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে।
তাছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের মোট ৩৪টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম উপজেলার আরো ৩ জন করোনা আক্রান্ত হয়েছেন বলে তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন।
চট্টগ্রামে আজ উপজেলা ভিত্তিক আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি পজেটিভ রোগী শনাক্ত হয়েছে চন্দনাইশে। সেখানে আজ নতুন করে ১২ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। এরপরেই রয়েছে হাটহাজারী। সেখানে একদিনে আক্রান্ত সংখ্যা ৮ জন। পটিয়ায় ৪ জন, লোহাগাড়ায় ৩ জন,রাঙ্গুনীয় ও বোয়ালখালীতে ২ জন করে এবং সাতকানিয়া ও রাউজানে ১ জন করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে ২ হাজার ২শ জনে দাড়িয়েছে। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী করোনায় ৬১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৯১জন।
২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স
Leave a Reply