২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : প্রাণঘাতী করোনার ছোবলে দিশেহারা হয়ে পড়ছে চট্টগ্রাম। প্রায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যায় গড়ছে রেকর্ড। করোনার থাবায় মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে একের পর এক নমুন নাম। মৃত্যু ঠেকাতে পারছেনা দেশের শীর্ষ শিল্পপতিরাও।
করোনায় চট্টগ্রাম জেলায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরো একটি নাম। তবে গত সোমবার তার মৃত্যুর পর সংগ্রহ করা নমুনা পরীক্ষার ফলে করোনা সংক্রমণ ধরা পড়ে গতকাল ২৭ মে বুধবার।
নাম আরাফাত হোসেন (৩৩)। তিনি গত ২৫ মে সোমবার করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর সংগ্রহ করা নমুনায় বুধবার করোনা পজেটিভ আসে।
মৃত্যুবরণকারী আরাফাত চট্টগ্রামের স্থানীয় দৈনিক পূর্বকোণ লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান নিউজ ফ্রন্টের হিসাব বিভাগের কর্মী ছিলেন বলে জানা গেছে। এদিকে ২৭ মে বুধবারের ফলাফলে পত্রিকাটির ৪২ বছর বয়সী আরো একজন সংবাদকর্মীর শরীরে করোনার জীবাণু মিলেছে। তিনি পত্রিকাটির ফটো সাংবাদিক হিসেবে কর্মরত।
এর আগে মঙ্গলবার (২৬ মে) বিআইটিআইডি ল্যাবে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন দৈনিক পূর্বকোণ পত্রিকার বার্তা বিভাগের এক জ্যেষ্ঠ সাংবাদিক।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১৪ জন গণমাধ্যমকর্মী প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ জন। ৪ জন আজ-কালকের মধ্যেই করোনা মুক্ত হবেন বলে জানা গেছে।
প্রসঙ্গত : চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২ হাজার ২শ জনে। এরমধ্যে মৃত্যু বরণ করেছে ৬১ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯১ জন।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply