২৪ ঘণ্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর খুলশী থানা ওয়ারলেস এলাকায় ছুরিকাঘাতে ১৯ বছর বয়সী এক যুবক খুন হয়েছে বলে জানা গেছে।
গতকাল ২৭ মে বুধবার মধ্যরাতে দুপক্ষের মারামারিতে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এক ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পুলিশ হত্যাকাণ্ড ধরেই লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত যুবকের নাম মো. সাব্বির। তিনি পেশায় দিনমজুর এবং সে একই এলাকার মো. ইকবালের ছেলে বলে জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রণব চৌধুরী বলেন, নিহত যুবকের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে খুনের কারণ এখনও অস্পষ্ট।
এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করার কথা জানিয়ে তিনি বলেন বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আশা করি খুব দ্রুত এ হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
২৪ ঘণ্টা/আর এস পি
Leave a Reply