‘এদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার প্রত্যাশা দেখে লজ্জা পেয়েছে’

প্রিয় মিজান ভাই –
আপনি কুমিল্লার মানুষ , আপনাকে আমি পছন্দ করি । কারন আপনাকে আমি শিক্ষিত ও জ্ঞাণী মনে করি । তাছাড়া আপনার সাথে আমার সম্পর্কও চমৎকার ।

আজ আমি খুব কষ্ট পেয়েছি এবং হতাশ হয়েছি । অন্তত আমি আশা করিনি আপনি এমন কথা বলবেন কিংবা রাজনৈতিক ক্ষমতার এতো লোভ আপনার !

আমি খুবই খুশী হতাম , যদি দেখতাম আপনাকে যুবলীগের সভাপতি হওয়ার প্রস্তাব দেয়া হয়েছে , কিন্তু আপনি বলছেন –

আমি একটি বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়ীত্বে থাকার পর এ পদে আসলে ভিসি পদের অবমূল্যায়ন হবে , আমি খুবই দুঃখিত , আমি এ পদ নিতে চাচ্ছিনা ।

কিন্তু আপনি ভিন্ন কথাই বললেন ! যেমন বলতে শুনি থানার অনেক ওসিকে যারা এএসপি পদে পদোন্নতি নিতে চাননা । ঘুষখোর এক্সইএন যারা পদোন্নতি চাননা !

প্রিয় ডঃ মিজান ভাই , টাকা এবং ক্ষমতা কি মর্যাদা ও সম্মানের চাইতে বড় ? আপনিকি জানেন এদেশের লক্ষ লক্ষ মানুষ আপনার প্রত্যাশা দেখে নিজেরা লজ্জা পেয়েছে ?

লেখক: আনিসুর রহমান,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ(ফেসবুক থেকে সংগৃহীত)

https://m.facebook.com/story.php?story_fbid=2856547541062102&id=100001206537929

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *