আক্রান্ত ২ চিকিৎসককে বাঁচাতে প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য/প্লাজমা দেবে করোনা জয়ী সাংবাদিক

প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য

২৪ ঘণ্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : প্রাণঘাতী করোনার কবল থেকে সদ্য মুক্ত হয়ে আক্রান্ত দুই চিকিৎসককে বাঁচাতে নিজের প্লাজমা দিলেন করোনা জয়ী পুলিশ সদস্য অরুন চাকমা।

অন্যদিকে করোনাকে জয় করে সম্প্রতি ঘরে ফেরা সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দেবার ঘোষণা দিয়েছেন।

জানা যায়, চট্টগ্রাম মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগে কর্মরত পুলিশ সদস্য অরুন চাকমা গত ৩ মে সুস্থ হয়ে কর্মস্থলে ফিরে আসেন। ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনও শেষ হয়েছে সম্প্রতি।

এরমধ্যেই বৃহস্পতিবার বিকেলে করোনা আক্রান্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সমিরুল ইসলাম ও ডা. মোহিদকে করোনা মুক্ত করার লক্ষ্যে নিজের প্লাজমা দিয়ে আসেন।

প্লাজমা দেয়ার তথ্যটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বকর সিদ্দিক। তিনি বলেন, এর আগেও মানুষের সেবা করতে আক্রান্ত হয়েছিলেন সিএমপির এ পুলিশ কনস্টেবল। করোনা মুক্ত হওয়ার পরও তিনি আক্রান্তদের বাঁচাতে নিজের প্লাজমা দিয়ে পুলিশকেও গৌরবের অংশ করলেন।

সিএমপি সূত্রে জানা যায়, অরুণ চাকমার করোনা পজেটিভ আসলে গত ১৯ মার্চ রাতে তিনি নগরীর আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে ১৪দিন টানা ১৪ দিন চিকিৎসা শেষে গত ৩ মে হাসপাতাল কতৃপক্ষ তাঁকে ছাড়পত্র দেন।

করোনা জয় করে ফেরা সিএমপির প্রথম পুলিশ সদস্য অরুন চাকমা
করোনা জয় করে ফেরা সিএমপির প্রথম পুলিশ সদস্য অরুন চাকমা

এর আগে প্রথম দফায় করোনা পরীক্ষায় পজেটিভ রিপোর্ট আসার পর চিকিৎসাধীন থাকার সময় আরো দুই দফা পরীক্ষা করানো হয়। পরপর দুইদফা রিপোর্ট নেগেটিভ আসায় চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। চিকিৎসা শেষে কর্মস্থলে ফিরেন চট্টগ্রাম মহানগর ট্রাফিক পুলিশের কনস্টেবল অরুণ চাকমা। তাঁকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন চট্টগ্রাম পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান।

সিএমপির প্রথম করোনা জয়ী অরুণ চাকমা গণমাধ্যমকে বলেন, করোনা যুদ্ধে আমরা পিছু হটতে চাই না। পুলিশ বাহিনীর একজন গর্বিত সদস্য হিসেবে আমি করোনা যুদ্ধে নিজেকে নিয়োজিত রাখতেই দুই চিকিৎসকের প্রাণ বাঁচাতে নিজের প্লাজমা দান করেছি।

এদিকে গত বৃহস্পতিবার নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট দিয়ে করোনা আক্রান্তদের নিজের প্লাজমা দেয়ার আগ্রহ প্রকাশ করেন চট্টগ্রামের প্রথম করোনা আক্রান্ত সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী।

তিনি করোনামুক্ত হয়ে গতকাল ২৮ মে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার সময় তার নিজের ভেরিফাইড ফেসবুক টাইমলাইনে প্লাজমা দেয়ার ঘোষণা দেন।করোনা মুক্ত সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী

তার ফেসবুকে তিনি শিরোনাম করেন, প্লাজমা (রক্ত) দিয়ে করোনা আক্রান্ত রোগীকে বাঁচাতে চাই…। পোস্টে তিনি লেখেন আমি একজন করোনা আক্রান্ত রোগী ছিলাম। পজেটিভ থেকে নেগেটিভ হয়েছি চিকিৎসার মাধ্যমে। হাসপাতাল থেকে এসে এখন বাসায় আইসোলেশনে আছি।

সুস্থ হয়ে উঠা করোনা রোগীর রক্ত নিয়ে (গ্রুপ মিল রেখে) অন্য আক্রান্ত ব্যাক্তির শরীরে দেয়ার মাধ্যমে প্লাজমা পদ্ধতিতে আক্রান্ত ব্যাক্তিকে সুস্থ্য করো যায়। ইতোমধ্যে দেশে প্লাজমা পদ্ধতিতে করোনা রোগীদের সুস্থ করার চিকিৎসা শুরু হয়েছে।

চট্টগ্রামেও একজন চিকিৎসককে প্লাজমা থেরাপি দেয়া হয়েছে। আমার রক্তের গ্রুপ (O+)। ইতোমধ্যে কয়েকজন আমার সাথে রক্ত নেয়ার বিষয়ে যোগাযোগ করেছেন। আমিও আমার রক্তের মাধ্যমে করোনা আক্রান্ত রোগীকে সুস্থ করতে চাই।

তবে এ বিষয়ে আমার তেমন ধারণা নেই। আমার ১৪ দিন আইসোলেশন শেষে চিকিৎসকদের পরামর্শে আমি রক্ত দিতে পারবো ইনশআল্লাহ।

সাংবাদিক সাইফুল ইসলাম শিল্পী চট্টগ্রাম থেকে পরিচালিত অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক ও আন্তর্জাতিক বার্তা ইউএনবির চট্টগ্রাম প্রতিবেদক।

২৪ ঘণ্টা/রাজীব প্রিন্স

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *