চট্টগ্রামে আগুনে পুড়ে মারা গেছে মো. আশরাফুল নামে ৫ বছর বয়সী এক শিশু। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন নিহত শিশুর বাবা-মা ও বড় বোন। বর্তমানে তারা চমেক হাসপাতালের ৩৬ নং বার্ন ইউনিটে চিকিৎসাধিন আছেন।
শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানাধীন মোল্লাপাড়ার নিরিবিলি আবাসিক এলাকার একটি বাসায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে একই পরিবারের চারজন দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সকালে চিকিৎসাধিন অবস্থায় পরিবারের শিশু পুত্র আশরাফুল মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, শনিবার ভোরে নগরীর ডবলমুরিং থানা এলাকা থেকে আগুনে দগ্ধ একই পরিবারের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
তাদেরকে চমেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সকাল ৭টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিশু আশরাফুলের মৃত্যু হয়। হাসপাতালের ৩৬ নং ওয়ার্ডের বার্ন ইউনিটে নিহত শিশুটির পিতা আমীর হোসেন (৪৫), মা খালেদা আক্তার (৩০) ও তার বড়বোন অনিয়া (০৭) বর্তমানে চিকিৎসাধিন বলে তিনি জানিয়েছেন।
এদিকে বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা আহতদের অবস্থাও গুরুতর জানিয়ে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় প্রেরনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
Leave a Reply