করোনায় স্ত্রীর পর মারা গেলেন বিমানের সাবেক পাইলট আলী আশরাফ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক পাইলট আলী আশরাফ খান।

দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে তিনি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী।

আলী আশরাফ খান, তার স্ত্রী, পুত্র-পুত্রবধূ এবং বাসার গৃহকর্মী সহ মোট সাতজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

প্রয়াত বিমানের সাবেক পাইলট আলী আশরাফ খান প্রায় ৩৫ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট হিসেবে চাকরি করে অবসর জীবনযাপন করছিলেন।

তিনি বিমানের পাইলটদের সংগঠন বাংলাদেশ পাইলট এসোসিয়েশন (বাপা) এর সভাপতি ছিলেন।

কর্মময় জীবনে আলী আশরাফ খান বিমানের ডিসি-১০, এয়ারবাস ৩১০ এবং বোয়িং ৭৭৭-৩০০ইআর এর পাইলট হিসেবে সুনাম এর সাথে দায়িত্ব পালন করেছেন। আলী আশরাফ খান ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *