করোনায় আক্রান্ত ফটিকছড়ি থানার ৮ পুলিশ

ফটিকছড়ি প্রতিনিধি:করোনা সংক্রমণ রোধে কাজ করতে গিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি থানার ৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে একজন পরিদর্শক, একজন উপ-পরিদর্শক ও ছয়জন কনস্টেবল। করোনা পজিটিভ পুলিশ সদস্যরা বর্তমানে আইসোলেশনে রয়েছেন।

বুধবার (৩ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার রাতে চট্টগ্রাম সিভিল সার্জন কর্তৃক প্রকাশিত রিপোর্টে ফটিকছড়িতে সর্বোচ্চ আটজনের করোনা পজিটিভ আসে। এ নিয়ে ফটিকছড়িতে মোট ১৬ জন করোনা রোগী শনাক্ত হলো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, আক্রান্ত পুলিশ সদস্যদের আপাততঃ নাজিরহাট হোটেল রয়েল মাউন্টে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। সংশ্লিষ্টদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার জানান, করোনা আক্রান্ত ৮ জন পুলিশের মধ্যে ৩ জন এক কক্ষে থাকতেন। আক্রান্ত পুলিশ সদস্যদেরকে বিশেষ ব্যবস্থায় আইসোলেশনে রাখা হয়েছে।

২৪ ঘণ্টা/এম আর/জুনায়েদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *