কামরুল ইসলাম দুলু:সীতাকুণ্ডে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠসহ একটি মিনি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদার হাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা ফাজিলপুর এলাকা থেকে কাঠ বোঝায় মিনিকাভার্ড ভ্যানটি আটক করে নিয়ে আসেন।
কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৬ লক্ষ টাকার চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।
জানা যায়, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন ও চাপালিশ রদ্দা কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ন ২০-০৩১৬) একটি মিনি কভার্ড ভ্যান।
এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই মিনি কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে।
এক পর্যায়ে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করতে করতে ফাজিলপুর এলাকায় গিয়ে ফাজিলপুর মহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ এর সহযোগিতায় কভার্ডভ্যানটি আটক করতে সক্রম হয়। এরপর গাড়িটি মাদামবিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।
এই বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।
২৪ ঘণ্টা/এম আর
Leave a Reply