চট্টগ্রামে আরও ১৫৬ জনের করোনা শনাক্ত

করোনা চট্টগ্রাম জেলা

২৪ ঘণ্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামে নতুন করে আরও ১৫৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে। 

চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে ২৩৬ টি নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১১৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় ল্যাবে (সিভাসু) ১৫৬ জনের নমুনা পরীক্ষা করে ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রামের ১৩টি নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনিবার (৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, চট্টগ্রামের তিন ল্যাবে ৫২৩টি নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত শনাক্ত হয়েছে ১৫৬ জন। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ৩৯৬২ জন।

চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ৯৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬৭ জন।

২৪ ঘণ্টা/এম আর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *