রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের রাউজান উপজেলার ৬শ ১৭টি মসজিদে প্রধানমন্ত্রী প্রদত্ত ৫ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার (৭ জুন) সকালে রাউজান উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে মসজিদ কমিটির সভাপতি ও খতিব, ইমামদের উপস্থিতিতে অনুদান তাদের হাতে তুলে দেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী অফিসার জুনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদের সঞ্চালনায় রাজনৈতিক নেতৃবৃন্দ,ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বরত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ বলেন, রাউজানের ৬শ ১৭টি মসজিদে সর্বমোট ৩০ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়।
২৪ ঘণ্টা/এম আর/নেজাম
Leave a Reply