সংকটাপন্ন অবস্থায় চমেকের আইসিইউতে ভর্তি আল্লামা শফি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি: বার্ধক্য জনিত কারণে অসুস্থ্য হয়ে দেড় মাসের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি হলেন আল-জামিআতুল দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ আহমদ শফি।

আজ রবিবার (৭ জুন) সন্ধ্যা ৬ ঘটিকার সময় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ৮ টার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আল্লামা শাহ আহমদ শফীর পুত্র হাটহাজারী মাদ্রাসার সহকারি শিক্ষা পরিচালক মাওলানা আনাস মাদানী বলেন হুজুর বার্ধক্যজনিত অসুস্থতায় ভূগছেন। এসময় দেশে বাসীর কাছে হুজুরের সুস্থ্যতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা শাহ আহমদ শফীেক মাথা ব্যাথা, অনিয়ন্ত্রিত ডায়াবেটিকস, রক্তচাপসহ বার্ধক্যজনিত কারণে নানা সমস্যা নিয়ে এ বছরের ১১ এপ্রিল চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ১৪ এপ্রিল ঢাকার আজগর আলী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ২৬ এপ্রিল সুস্থ্য হয়ে তিনি হাটহাজারী মাদ্রাসায় ফিরে আসেন।

২৪ ঘণ্টা/এম আর/পারভেজ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *